সোমবার, মে 20, 2024

মুক্তির পর দুই যুদ্ধজাহাজের পাহারায় দুবাইয়ের পথে নাবিকরা

Must read

- Advertisement -

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেভাল ফোর্সের অপারেশন আটলান্টা সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্ত হওয়ার পর বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর তিনটি ছবি প্রকাশ করেছে। 

মুক্তির পর দুই যুদ্ধজাহাজের পাহারায় দুবাইয়ের পথে নাবিকরা | ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেভাল ফোর্সের অপারেশন আটলান্টা সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্ত হওয়ার পর বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর তিনটি ছবি প্রকাশ করেছে। 

সোমালিয়ান জলদস্যুদের হাতে দীর্ঘ ৩৩ দিন বন্দি থাকার পর মুক্তি পেয়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। মুক্ত হওয়ার পর ২৩ নাবিকসহ জাহাজটি বিশেষ নিরাপত্তায় রওনা হয়েছে দুবাইয়ের আল হারমিয়া বন্দরের পথে। 

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নৌ-মিশনের দু’টি যুদ্ধজাহাজ কঠোর নিরাপত্তা দিয়ে এমভি আবদুল্লাহকে দুবাইয়ের দিকে নিয়ে যাচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেভাল ফোর্সের অপারেশন আটলান্টা সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্ত হওয়ার পর বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর তিনটি ছবি প্রকাশ করেছে।

 ইউনাভফোর এর ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রকাশ করা ছবিতে দেখা যায়, অপারেশন আটলান্টার দুটি যুদ্ধজাহাজ এমভি আব্দুল্লাহকে পাহারা দিয়ে যাচ্ছে।

জাহাজটির মালিকপক্ষ চট্টগ্রামের কবির (কেএসআরএম) গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম জানান, ভিডিওতে ২৩ নাবিকসহ জাহাজটিকে দেখা যাচ্ছে। জাহাজের ক্যাপ্টেন একটি ভিডিও ধারণ করেছেন। এতে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশনের দুটি যুদ্ধজাহাজকে এমভি আবদুল্লাহর দিকে আসতে দেখা গেছে। 

- Advertisement -
- Advertisement -

More articles

- Advertisement -

Latest article