সোমবার, মে 20, 2024

দশ মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩৯ কোটি ডলার

Must read

- Advertisement -

গত বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দশ মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১৩৯ কোটি ৭৬ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দশ মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩৯ কোটি ডলার | গত বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দশ মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১৩৯ কোটি ৭৬ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯১১ কোটি ৭৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বেশি। ২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৭৭১ কোটি ৯৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

আর ২০২১-২২ অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৭৩০ কোটি ৯০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া ২০২০-২১ অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। ২০১৯-২০ অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৪৮৬ কোটি ৭৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

এদিকে সদ্যবিদায়ী এপ্রিল মাসে দেশে এসেছে ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যেরাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ১২ লাখ ৭০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭২ কোটি ৮০ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ লাখ ৮০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২৭ থেকে ৩০ এপ্রিল দেশে এসেছে ৩৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। এপ্রিলের ২০ থেকে ২৬ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৩৯ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ডলার। ১৩ থেকে ১৯ এপ্রিল দেশে এসেছে ৪০ কোটি ৪৪ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।

এছাড়া ৬ থেকে ১২ এপ্রিলের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার। আর ১ থেকে ৫ এপ্রিল দেশে এসেছে ৪৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

গত মার্চে দেশে এসেছিল ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। গত ফেব্রুয়ারিতে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।

- Advertisement -
- Advertisement -

More articles

- Advertisement -

Latest article