২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা হয়েছে ১৫ হাজার ১০০ কোটি টাকা যা এর আগের অর্থবছরের তুলনায় ৪ হাজার ৩৫২ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরে আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।
আর্থিক এ হিসাব থেকে দেখা যায়, নিট মুনাফার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক গত অর্থবছরে মোট মুনাফা করেছে ৪০ হাজার কোটি টাকা। মুনাফার এই বড় অংশ এসেছে রেপো ও স্পেশাল রেপো রেটের বিপরীতে বিভিন্ন ব্যাংককে দেয়া ধারের টাকার সুদ থেকে।
গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে মোট ৩২ লাখ ২১ হাজার কোটি টাকা ধার দিয়েছে।
এর বাইরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ডলার বিক্রি করেও বাংলাদেশ ব্যাংকের ভালো লাভ হয়েছে বলে বিবরণীতে উঠে আসে।
২০২৩-২৪ অর্থবছরে অন্যান্য ব্যাংকের কাছে কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রির পরিমাণ ১ হাজার ২৭৯ কোটি টাকা।
২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ছিল ১০ হাজার ৭৪৮ কোটি টাকা। এর মধ্যে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছিল ১০ হাজার ৬৫২ কোটি টাকা।