গতকাল রাজধানীর নিকুঞ্জ এর বেস্ট ওয়েস্টার্ন রানওয়ে হোটেলের সম্মেলন কক্ষে বাংলাদেশ কনস্ট্রাকশন কোম্পানিজ বিজনেস ফোরাম (বিসিসিবিএফ) ও দক্ষিন কোরিয়ার ইনফ্রাস্ট্রাকচার ও গ্রীণ এনার্জি ডেভেলপমেন্ট বিষয়ক কোম্পানী ন্যাচারাল এনার্জি ইন্ডাস্ট্রি কোম্পানী লিমিটেড সাথে পারস্পারিক সমঝোতা চুক্তি সাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিসিসিবিএফ এর কার্য্যনির্বাহী কমিটির সদস্যরা সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চুক্তিটিতে বাংলাদেশ কনস্ট্রাকশন কোম্পানিজ বিজনেস ফোরাম (বিসিসিবিএফ) এর পক্ষে ফোরামের প্রেসিডেন্ট জনাব মোঃ মহাসিন আলী ও ন্যাচারাল এনার্জি ইন্ডাস্ট্রি কোম্পানী লিমিটেড এর পক্ষে বাংলাদেশ প্রতিনিধি জনাব ইয়ু বাইউং জিন সাক্ষর করেন।
এ বিষয়ে বিসিসিবিএফ এর প্রেসিডেন্ট জনাব মোঃ মহাসিন আলী জানান, বাংলাদেশের নগর আধুনিকায়ন ও গ্রীন এনার্জী সেক্টরে কাজ করতে ন্যাচারাল এনার্জি ইন্ডাস্ট্রি কোম্পানী লিমিটেড আগ্রহী হওয়াতে আমরা বাংলাদেশে তাঁদের পরামর্শক প্রতিনিধি হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করি, এরই ফলশ্রুতিতে আমাদের এই সমঝোতা চুক্তি সাক্ষর হয়েছে। বাংলাদেশের মত জনবহুল দেশে পরিকল্পিত নগর আধুনিকায়ন ও নবায়নযোগ্য জ্বালানীর একটি সামঞ্জস্যপূর্ণ সংমিশ্রন ঘটানো দিন দিন খুবই জরুরী হয়ে পড়ছে। এমতাবস্থায়, বিশ্বের প্রথম সারির দেশ গুলোর একটি দক্ষিন কোরিয়ার এই বিষয়ক কোন প্রতিষ্ঠান বাংলাদেশে পরিকল্পিত নগরায়ন ও গ্রীন এনার্জী নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করায় আমরা নিতান্তই আনন্দিত। আমরা বিশ্বাস করি আমাদের এই যৌথ-প্রচেষ্টা জাতির জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে।
ন্যাচারাল এনার্জি ইন্ডাস্ট্রি কোম্পানী লিমিটেড এর বাংলাদেশ প্রতিনিধি জনাব ইয়ু বাইউং জিন বলেন, আমাদের এই সমঝোতা চুক্তি পরবর্তী কার্য্যক্রমের মাধ্যমে আমরা আশা করি বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে বেশ বড় ধরনের ভূমিকা রাখতে পারবে। আগামীতে প্রতিষ্ঠানটি ঢাকায় পরিকল্পিত গ্রীন কোরিয়ান সিটি, গ্রীন এনার্জি জেনারেটর, গ্রীন এনার্জি পাওয়ার প্ল্যান্ট,ফাইবার স্টিল, ফায়ার প্রুফ পেইন্ট সহ অত্যাধুনিক টেকসই প্রযুক্তি পন্য উৎপাদন ও সরবরাহে বিনিয়োগ করবে। জাতীয় টেকসই উন্নয়নের পাশাপাশি আমরা বাংলাদেশকে জিরো কার্বন এমিশন এর লক্ষ অর্জনের ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশাবাদী।
উল্লেখ্য যে, বাংলাদেশ কনস্ট্রাকশন কোম্পানিজ বিজনেস ফোরাম বাংলাদেশ সরকারের অনুমোদিত একটি বাণিজ্য সংগঠন, যারা বাংলাদেশের কনস্ট্রাকশন সেক্টরের আধুনিকায়ন, এবং পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের জন্য লক্ষে কাজ করছে।